সোনম কাপুর দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৮:৪৯
বলি-দুনিয়ায় গুঞ্জন সত্যি প্রমাণিত হল। অভিনেত্রী সোনম কাপুর নিজেই নিশ্চিত করলেন তিনি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেবি বাম্পসহ একাধিক ছবি শেয়ার করে তিনি এই সুখবর জানান।
প্রকাশিত ছবিগুলোতে গোলাপি রঙের স্কার্ট ও ম্যাচিং টপে সোনমকে দেখা যায়। দু’হাত দিয়ে স্নেহভরে তার শারীরিক পরিবর্তনকে আলিঙ্গন করছেন তিনি। ছবির ক্যাপশনে কেবলমাত্র একটি শব্দ লিখেছেন—‘মা’, যা মুহূর্তেই ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি করেছে।
স্ত্রীকে উচ্ছ্বাসিত দেখতে পাওয়া যায় আনন্দ আহুজাকেও। তিনি মন্তব্য ঘরে লিখেছেন—‘এবার দ্বিগুণ ঝামেলা’, পরে আবার যোগ করেছেন, ‘তুমি একজন সুন্দরী মা’।
সোনম ও আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ু বর্তমানে মাত্র তিন বছর বয়সী। মা হওয়ার পর থেকে অভিনয়ের কাজ কমিয়ে দিয়েছেন সোনম, মূলত মাতৃত্ব ও সন্তানের জন্যই বিরতি নিয়েছিলেন। ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ দিয়ে পর্দায় ফেরার পর তিনি নতুন সিনেমার ঘোষণা না দিয়ে কিছুটা অন্তরালে ছিলেন।
দ্বিতীয়বারের মাতৃত্বের খবর শেয়ার করার সঙ্গে সঙ্গে সোনম আবারও আলোচনায় এসেছেন। ভক্তরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।