বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

ফের বিতর্কে মিস ইউনিভার্স নিয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৮:৫৭

সংগৃহীত

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ভোটিং প্রক্রিয়া নিয়ে বড় ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে ভোটের সময়সীমা বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিপাইনসহ বেশ কয়েকটি দেশের সাধারণ দর্শকরা। আয়োজকদের এই সিদ্ধান্তে প্রতিযোগিতার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

নিয়ম অনুযায়ী, গত বুধবার রাতেই দর্শকদের ভোট দেওয়ার সুযোগ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ এবং মিস ইউনিভার্স অ্যাপের তথ্য অনুযায়ী হঠাৎ করে ‘পিপলস চয়েস’ রাউন্ডের ভোটের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পিপলস চয়েস এক্সটেন্ড’ অপশনে ভোট দেওয়া যাবে। এছাড়া ‘ন্যাশনাল কস্টিউম’ এবং ‘ইভিনিং গাউন’ বিভাগের ভোট আগামী ২১ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র দেখা গেছে। কেউ ভোটের সময় বাড়ানোর সিদ্ধান্তকে ভালোবাসা ও সমর্থিত প্রতিযোগীদের এগিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন, আবার অনেকে এগিয়ে থাকা প্রতিযোগীদের জন্য এটি অনিশ্চয়তার কারণ হিসেবে দেখছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, মিস প্যারাগুয়ের একজন বিচারকের বান্ধবীকে সুবিধা দেওয়া হচ্ছে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।

যদিও মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ এখনো কোনো আপত্তি প্রকাশ করেননি। এবারের আসরে ভোটে খানিকটা পিছিয়ে থাকা বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা-ও নতুন সময়সীমার ফলে ভোটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন।

এদিকে, সম্প্রতি নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে মূল বিচারক প্যানেল থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগ করা একজন বিচারক দাবি করেছেন, অস্থায়ী জুরির মধ্যে কিছু সদস্যের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকায় স্বার্থের দ্বন্দ্বের আশঙ্কা রয়েছে। নতুন করে ভোটিং টাইম এক্সটেনশন বিষয়টি আবারও বিতর্কের জন্ম দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top