শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

হঠাৎ দুলে উঠল দেশ, ৫.৭ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক—তারকারাও উদ্বিগ্ন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১৪:৩২

সংগৃহীত

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭ এবং কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকায়। হঠাৎ সৃষ্ট এই কম্পনে ভবন দুলে ওঠে, দেয়ালে ফাটল দেখা দেয় এবং মেঝে কেঁপে ওঠে। আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন বহু মানুষ। শোনা গেছে মৃত্যুর খবরও।

দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুতই মানুষ নিরাপদ স্থান খুঁজে নেওয়ার চেষ্টা করেন এবং প্রার্থনায় মনোনিবেশ করেন। এই আতঙ্কে দেশের বিনোদন অঙ্গনেও দেখা দেয় উদ্বেগ।

অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে লেখেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।’

সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব তার ভবনের একটি ফাটলধরা দেয়ালের ছবি প্রকাশ করে জানান চরম আতঙ্কের অনুভূতির কথা।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লেখেন, ‘ভূমিকম্প!! আশা করি সবাই নিরাপদে আছেন।’

অভিনেত্রী সাদিয়া আয়মান দোয়া উল্লেখ করে লিখেছেন, “আলহামদু লিল্লাহিল্লাঝী নাজ্জানি মিনাল-বালা”, এবং জানান, এর আগে কখনো এমন তীব্র ভূমিকম্প অনুভব করেননি। সবার নিরাপত্তার জন্য প্রার্থনাও করেন তিনি।

অভিনেত্রী সামিরা খান মাহি লেখেন, ‘বাংলাদেশে একটু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাই সাবধানে থাকবেন।’

ভূমিকম্পে বেশ কিছু স্থাপনায় ফাটল দেখা গেলেও ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য এখনো পাওয়া যায়নি। ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা ভবনগুলো পরীক্ষা করে দেখার পরামর্শ দিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top