বায়োপিক ‘ঈথা’-র শুটিংয়ে গুরুতর চোটে আক্রান্ত শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৭:৫৯
মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের বায়োপিক ‘ঈথা’-র শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভারতের গণমাধ্যম বলিউড হাঙ্গামা-র খবর অনুযায়ী, সিনেমার একটি নাচের দৃশ্য শুট করতে গিয়ে শ্রদ্ধার পায়ে গুরুতর আঘাত লাগে।
শুটিং ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনেত্রী লাভনি নৃত্যের সাজপোশাক পরে শুটিং করছিলেন। দ্রুত গতিতে নাচের সঙ্গে ভারী শাড়ি, প্রচুর গয়না এবং প্রায় ১৫ কেজি ওজনের কোমরবন্ধনীতে নাচতে গিয়ে কোমরবন্ধনী খুলে পড়ে এবং তার ফলে পায়ে চোট লাগে।
ঘটনার পর শুটিং তখনই স্থগিত করা হয়। আহত শ্রদ্ধা দ্রুত মুম্বাই ফিরে যান। তবে মুম্বাই ফিরে আসার পরও তিনি বাকি শটের শুটিং চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, অভিনেত্রীকে বর্তমানে আরও চাপের মধ্যে ফেলে দিয়েছে তার ভাই সিদ্ধান্ত কাপুরের ২৫২ কোটির মাদক মামলায় নাম জড়ানো। ইতোমধ্যেই মুম্বাই পুলিশ তার ভাইকে তলব করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।