জেনিফার লোপেজের পারিশ্রমিকে চমকে উঠল নেটিজেনরা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৮:২৭
দক্ষিণ রাজস্থানের রোমান্টিক শহর উদয়পুর যেন এক রাতের জন্য হয়ে উঠল বিশ্ব বিনোদনের রাজধানী। নবদম্পতি নেত্রা মানতেনা ও ভামসি গাদিবাজুর বিবাহোত্তর সংবর্ধনায় মার্কিন পপ সেনসেশন জেনিফার লোপেজ এক দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন।
জেনিফারের লাইভ শো-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নজর কেড়েছে। তবে এই অনুষ্ঠানের আলোচনার প্রধান বিষয় এখন তাঁর পারফরম্যান্স নয়, বরং পারিশ্রমিকের অঙ্ক, যা শুনে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী এই শিল্পীকে এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ২ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় এটি প্রায় ১৭ কোটি ৮৬ লাখ টাকা, এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা।
পারফরম্যান্সে জেনিফার লোপেজ তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেছেন, যার মধ্যে রয়েছে ‘ওয়েটিং ফর টুনাইট’ এবং ‘গেট রাইট’। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তাঁর প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পারফরম্যান্স শেষে তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে গ্লাস তুলে বলেন, “এই সুন্দর দিনে এই পরিবারগুলো একত্রিত হোক এবং ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন।”
জেনিফার লোপেজ ছাড়াও এই বিবাহে পারফর্ম করেছেন বিশ্বের খ্যাতনামা ডিজে টিয়েস্টো এবং ব্ল্যাক কফি। বলিউডের জনপ্রিয় তারকারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন রণবীর সিং, শাহিদ কাপুর, কৃতি স্যানন এবং জাহ্নবী কাপুর।
উদয়পুরের এই রাত ছিল বলিউডি আড়ম্বর আর হলিউডি ঝলকের এক অসাধারণ মিলন, যা দীর্ঘদিন মনে থাকবে সেখানকার উপস্থিতি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।