রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

নারীপ্রধান গল্পে অভিনয় করতে চান আশনা হাবিব ভাবনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৫:২১

সংগৃহীত

বিনোদন জগতের অভিনেত্রী, লেখক ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা ছোটপর্দার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। বড়পর্দায় তার প্রথম সিনেমা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ঙ্কর সুন্দর’। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং নিয়মিত লেখালেখি করেন। অমর একুশে বইমেলায় তার উপন্যাস ‘গুলনেহার’ ও ‘তারা’ প্রকাশিত হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা বলেছেন, সম্পর্ক শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। বন্ধুত্ব, ভুল বোঝাবুঝি, মান-অভিমান—সব ধরনের সম্পর্কেই বিচ্ছেদ বা জটিলতা থাকতে পারে। তিনি স্পষ্ট করেছেন, বর্তমানে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, এবং যে দিন বিয়ে করবেন, তখনই তা সবাই জানবে।

নিজের কাজের পরিকল্পনা নিয়ে ভাবনা বলেন, তিনি ইরফান সাজ্জাদ ও দীঘির সঙ্গে একটি ওয়েব সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন। পরিচালনা করেছেন সুমন ধর, আর দ্বিতীয় লটের শুটিং ঈদের আগে শুরু হবে। সিনেমার গল্পে নারীপ্রধান চরিত্রে অভিনয় করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, “দেশে নারীদের নিয়ে গল্প কম। আমি সবসময় নায়িকা হিসেবে কাজ করতে চাই এবং চরিত্রের মাধ্যমে নারীদের হয়ে কথা বলতে চাই।”

শুটিং ব্যতীত সময় কাটে কিভাবে—এমন প্রশ্নের উত্তরে ভাবনা জানান, নিজেকে সময় দেন, বই পড়েন, সিনেমা দেখেন এবং পরিবারের সঙ্গে সময় কাটান। এছাড়া নতুন ওয়েব প্রজেক্টের জন্য প্রস্তুতিও চলমান।

ভবিষ্যতের কাজের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, সুমন ধরের সিনেমার শুটিং, ডাবিং এবং ঈদে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় একটি ওয়েব প্রজেক্টে অংশগ্রহণ করবেন। পাশাপাশি কিছু সিনেমা ফেস্টিভ্যালে যাওয়ার প্রস্তুতি চলছে, যা শিগগিরই দর্শকদের জন্য সুখবর হয়ে আসবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top