রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

নায়িকা হওয়ার অফার পেয়েছেন শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৫:২৪

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি প্রকাশিত তার ইউটিউব ভ্লগে তিনি উদ্যোক্তা ও শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে এমনভাবে প্রশংসা করেছেন যে, হাসি-ঠাট্টার ছলে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, সাধারণ কিন্তু স্টাইলিশ পোশাকে ফারাহ খানের অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন মীরা। তাকে দেখেই হাসিমুখে স্বাগত জানিয়ে প্রশংসায় ভরিয়ে দেন ফারাহ। রসিক ভঙ্গিতে ফারাহ বলেন, “মীরা দেখতে একেবারেই নায়িকার মতো এবং চাইলে অনায়াসেই বড় পর্দায় অভিনয় করতে পারেন। তুমি তো আমার ছবিতে একটা চরিত্র করো।”

মীরা যদিও স্বাভাবিকভাবেই কিছুটা লাজুক হয়ে পড়েন, তবে ভদ্রভাবে প্রস্তাবটি গ্রহণের ভঙ্গি দেখান এবং জানান, আপাতত অভিনয়ে আসার কোনো পরিকল্পনা নেই। ভ্লগে উপস্থিত ছিলেন রিদ্ধিমা কাপুর সাহনি ও তার মেয়ে সমারা সাহনি, এবং পুরো ভিডিওজুড়ে ছিল বন্ধুত্বপূর্ণ পরিবেশ।

ফারাহ খান ২০০৪ সালে ‘ম্যায় হুঁ না’ ছবি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো হিট ছবির মাধ্যমে বলিউডে নিজের অবস্থান দৃঢ় করেন।

মীরা রাজপুত ২০১৫ সালে শহিদ কাপুরের সঙ্গে বিবাহিত হওয়ার পর আলোচনায় আসেন। বর্তমানে তিনি দুই সন্তান মিশা ও জাইন-এর মা এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে এবং দর্শকরা ফারাহ-মীরার এই স্বতঃস্ফূর্ত মুহূর্তকে প্রশংসা করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top