যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে দুই বছরের শিশু আটক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৫:৩০
যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে অভিবাসন কর্মকর্তাদের অভিযান চলাকালে দুই বছরের এক কন্যাশিশুকে তার বাবার সঙ্গে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মিনিয়াপোলিসে দোকান থেকে ফেরার সময় শিশুটি ও তার বাবা এলভিস জোয়েল টেকে আটক করে টেক্সাসের একটি অভিবাসন কেন্দ্র পাঠানো হয়।
পরবর্তীতে এক ফেডারেল বিচারক শিশুটিকে রাত ৯টার মধ্যে মুক্তির নির্দেশ দেন। তবে ওই আদেশ উপেক্ষা করে কর্তৃপক্ষ তাকে বাবাসহ টেক্সাস পাঠায়। পরে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু বাবা এখনও আটক রয়েছেন।
পরিবারের আইনজীবী ইরিনা ভায়নারম্যান বলেন, “এই ভয়াবহতা কল্পনার বাইরে। শিশুর সঙ্গে আচরণ নিষ্ঠুরতার সীমা ছাড়িয়েছে।” আদালতের নথি অনুযায়ী, কর্মকর্তারা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই বাড়ির আঙিনা ও গাড়িতে প্রবেশ করেন এবং শিশুকে গাড়িতে তোলার সময় কাঁচ ভেঙে ফেলেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) দাবি করেছে, মা শিশুকে নিতে অস্বীকার করেছিলেন এবং এটি ছিল “টার্গেটেড এনফোর্সমেন্ট অপারেশন।” তবে পরিবার ও তাদের আইনজীবীরা এই দাবিকে “সম্পূর্ণ মিথ্যা” হিসেবে উল্লেখ করেছেন।
ফেডারেল বিচারক আদেশে বলেছেন, শিশুকে আটক রাখা হলে “অপূরণীয় ক্ষতির ঝুঁকি” রয়েছে। তিনি আরও জানিয়েছেন, শিশুর কোনো অপরাধমূলক ইতিহাস নেই।
মিনেসোটায় এর আগে পাঁচ বছর বয়সি এক শিশুকে আটক করার ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির কঠোরতা নিয়ে দেশ-বিদেশে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।