দীঘির ওপর জুস ফেলার ঘটনায় ওয়েটারকে চাকরিচ্যুত নিয়ে গুঞ্জন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৫:৫৭
ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি জনপ্রিয় রেস্তোরাঁ ‘কাচ্চি ডাইন’-এর নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, দীঘির জন্য পরিবেশন করা তিনটি জুসের মধ্যে একটি হঠাৎ ভারসাম্য হারিয়ে তার ওপর পড়ে।
ভিডিওতে দেখা যায়, দীঘি কিছুটা বিচলিত হলেও নিজেকে দ্রুত সামলে নেন। অপরদিকে ওয়েটারকে দুঃখপ্রকাশ করতে দেখা যায়, এবং রেস্তোরাঁর অন্যান্য কর্মীরা দীঘির পোশাক ও হাত পরিষ্কার করেন। ঘটনার পর নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়ায়, ওয়েটারকে জুস ফেলার দায়ে চাকরি হারানোর শাস্তি দেওয়া হয়েছে।
কিন্তু ‘কাচ্চি ডাইন’-এর প্রধান কার্যালয় এই গুঞ্জন নাকচ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং কর্মকর্তা সৈয়দ তানভীর নীল বলেছেন, “চাকরিচ্যুতির দাবি সম্পূর্ণ মিথ্যা। এটি একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা ছিল, এবং সংশ্লিষ্ট কর্মী এখনও আমাদের সঙ্গে আছেন এবং নিয়মিত কাজ করছেন। কোনো ভুলবশত ঘটনায় কারও চাকরি চলে যেতে পারে না।” তিনি আরও জানান, রেস্তোরাঁ পক্ষ থেকে দীঘির কাছে এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
অভিনেত্রী দীঘির অবস্থান জানতে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সবমিলিয়ে রেস্তোরাঁর শাখার নীরবতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যের কারণে এই গুঞ্জন নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও প্রতিষ্ঠান স্পষ্ট করে বলেছে, কোনো কর্মীই চাকরিচ্যুত হননি।
এনএনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।