লন্ডনে একান্তে পূজা উদযাপন করলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৩:২৮
ভারতীয় ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি ও বলিউড কুইন অনুষ্কা শর্মা—প্রিয় ‘বিরুশকা’—বর্তমানে বেশিরভাগ সময় কাটাচ্ছেন লন্ডনে। সম্প্রতি তারা একান্তে আয়োজন করেছেন ধর্মীয় অনুষ্ঠান, যার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নেটদুনিয়ায় প্রশান্তি ছড়াচ্ছে।
ভাইরাল ছবিতে দেখা যায়, লন্ডনের বাসভবনে ঘরোয়া পরিবেশে একটি বিশেষ পূজার আয়োজন করেছেন তারা। বিরাট কোহলি পরেছেন ধবধবে সাদা কুর্তা, আর অনুষ্কা শর্মা আছেন ছিমছাম অথচ মার্জিত পোশাকে, মুখে সেই চিরচেনা ভুবনভোলানো হাসি। এক পুরোহিতের উপস্থিতিতে পূজার আচার-অনুষ্ঠান চলছে, এবং ছবিতে দেখা গেছে এক শিশুর উপস্থিতিও।
ভক্তরা তাদের এই সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি আনুগত্য প্রশংসা করছেন। বিরাট-অনুষ্কার এই আধ্যাত্মিক রূপ নতুন নয়; এর আগে বৃন্দাবনে, বিভিন্ন মন্দিরে বা আশ্রমে তাদের ঈশ্বরভক্তি বহুবার দেখা গেছে। খেলাধুলা বা রূপালি পর্দার ব্যস্ততার পরও মানসিক শান্তির খোঁজে তারা নিয়মিত আধ্যাত্মিকতা পালন করেন।
লন্ডনের যান্ত্রিক জীবনের মধ্যেও এই ‘আধ্যাত্মিক দিনযাপন’ তাদের ভক্তদের কাছে এক অনুপ্রেরণামূলক মুহূর্ত হিসেবে ধরা দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।