সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী ** বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা : আতিক ** গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর ** সারাদেশ ** ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ ** সাড়ে ৮ মাসে রাজশাহী বিভাগে রেললাইনে ৮৪ জনের মৃত্যু ** সারাবিশ্ব ** সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ ** বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


নতুন ভোরের সম্ভাবনা

মোজো: যুগের চাহিদা মেনে নিরন্তর ছুটে চলা আগামীর সাংবাদিকতা

রায়হান রাজীব | প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩ ১৯:১৬

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সংকল্পে বলেছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। বিশ্ব আজ হাতের মুঠোয় বন্দি হয়েছে। পাঠক অভ্যস্ত হয়েছে তার মিনিস্ক্রিনে।

বদলে গেছে মানুষের তথ্য চাহিদার ধরন। সময়ের খবর এখন মানুষ সময়ে চায়। সেই চ্যালেঞ্জের মুখে সাংবাদিকতার ধারাবাহিক বিবর্তন চলমান। হাতে লেখা সংবাদপত্র থেকে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল। এর নবতর রূপ মোবাইল জার্নালিজম (মোজো)। স্মার্ট ফোন ব্যবহার করে যখন সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচারের কাজ চলে, তখন তাকে মোবাইল সাংবাদিকতা বলে।

সংবাদ সংগ্রহ, পরিবেশন ও পাঠে মোজো কার্যকর ভূমিকা রাখছে। মিডিয়া ইন্ড্রাস্টিতে মোজো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সুবিধা আছে বলেইতো মানুষ সেদিকে ছুটছে। কারণ সাংবাদিকদের স্মার্ট ফোনটিই এখন অফিস। যেকোন জায়গা থেকে যে কোন সময় ফোনেই খবর প্রচার সম্ভব।

বাণিজ্য আছে বলে এখানে প্রতিযোগিতা বাড়ছে। মোজো ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে এর আদ্যপান্ত জানা জরুরি। জানতে হবে মোবাইলে নিউজ লিখে আপ দেওয়া, ভিডিও বা ছবি এডিট করে ব্যবহার করা। এক কথায় আইটিতে হতে হবে দক্ষ। নিজেকে নির্মাণ করতে হবে পড়ুয়া আর মাল্টিটাস্কার হিসেবে।

মিডিয়ায় নিজের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প হয় না। এটি শুধু রিপোর্টারদের জন্য না নিউজরুমের প্রত্যেকের জন্য। কেননা প্রযুক্তি প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে। সেখানে হালনাগাদ না হলে পুরো হাউস পিছিয়ে যাবে।

একজন মোবাইল সাংবাদিককে ফুটেজ সংগ্রহ, ছবি তোলার ব্যাকরণ, ভালো অডিও নেয়ার কলাকৌশল থেকে শুরু করে লাইটিং, সব ব্যাপারেই খুটিনাটি জানতে হবে। জেনে নিতে হবে ক্যামেরা অপারেশন, শট ডিভিশনের নানা আয়োজন। সংক্ষেপে, অনলাইান ও অফলাইন প্রোডাকশনে দক্ষতা।

কারণ মোজোকে বলা হচ্ছে ওয়ান ম্যান আর্মি। একটি যন্ত্র দিয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন, ভয়েস দিচ্ছেন, এডিট করছেন। তারপর সংবাদ উপযোগী করে পরিবেশন করছেন।

মোজোতে যিনি কাজ করবেন তাকে জানতে হবে-ভিডিও কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি ও প্রয়োগ করা। ভিডিও কনটেন্টের জন্য সেরা অনুশীলন গবেষণা করা। নিত্য নতুন কন্টেন্ট ডিজাইন বা পরিকল্পনা করা। কনটেন্ট উপস্থাপনায় সৃজনশীলতা, সাবলীলতা ও প্রযুক্তিগত দক্ষতা। সবশেষে চমৎকার আন্তঃযোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা।

আর একটা সুবিধার কথা সংক্ষেপে বলি। মোবাইলের মাধ্যমে যখন তখন রিয়েল টাইমে লাইফ স্ট্রিমিং করা সম্ভব। কারণ ব্রডকাস্ট জার্নালিস্ট যখন একটি সংবাদ কভার করতে বের হন, সে এক মহা আয়োজন। বিশাল ক্যামেরার সঙ্গে ভারী ট্রাইপট, বুম সঙ্গে একগাদা তার, সাউন্ড ডিভাইস সঙ্গে গাড়িতো আছেই।

এই জায়গাটা একটু একটু করে ভেঙ্গে দিচ্ছে মোবাইল সাংবাদিকতা। দ্রুত, তাৎক্ষণিক, ব্রেকিং নিউজ করার জন্য মোবাইলকেই সবচেয়ে ভালো টুলস হিসেবে বিবেচনা করছে নিউজরুম। ব্রেকিং নিউজের ক্ষেত্রে মোবাইল লাইভ গুরুত্বপূর্ণ সংবাদ উৎসে পরিণত হয়েছে। তবে সাংবাদিকতার নীতি মেনে সংবাদ প্রচারে সচেতন হতে হবে মোজোকে।

 

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top