• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বেকড চিকেন রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২২, ০০:৪৬

বেকড চিকেন রেসিপি

বেকড চিকেন খুবই ইয়ামি একটা ডিস। চলুন জেনে নেই এর প্রস্তুত প্রণালী-

যা যা লাগবে:

  • মুরগির বুকের / রানের মাংস ৪ পিস্
  • মেয়োনিজ ১ টেবিল চামচ
  • পাপরিকা পাউডার ১ চা চামচ
  • গার্লিক পাউডার ১ চা চামচ ( রসুন বাটাও দিতে পারেন )
  • জিঞ্জার পাউডার ১ চা চামচ ( আদা বাটাও দিতে পারেন )
  • অক্স( oxo স্টক কিউব ১ টি ) ( না পেলে বাদ দিয়ে করতে পারেন )
  • অল্প টেস্টিং সল্ট
  • সয়া সস ২ চা চামচ
  • টমেটো সস ১ চা চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • স্বাদ অনুযায়ী লবণ

এবার একটা বাটিতে উপরের উপকরণ একসাথে মাখিয়ে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা। এরপর একটা বেকিং ট্রে-তে ফয়েল পেপার বিছিয়ে নিন, এর মধ্যে মেরিনেট করা মাংস ছড়িয়ে দিন, কয়েক টুকরা টমেটো মাঝে মাঝে বিছিয়ে দিন আর এর উপর ১ চা চামচ পরিমাণ অলিভ অয়েল ছিটিয়ে ট্রে-টি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিন যেন ভেতর থেকে ভাপ কোনো ভাবেই বের না হতে পারে। এখন ১৬০ ডিগ্রিতে প্রিহিট করা ওভেনে রান্না করুন ৪০ মিনিট। ৪০ মিনিট পর ট্রে টি ওভেন থেকে বের করে নিন।

যারা ওভেন ছাড়া রান্না করতে চান সেক্ষেত্রে মেরিনেট করা মাংসগুলি অল্প পানি, টমেটো টুকরা দিয়ে একটা হাড়িতে ঢাকনা লাগিয়ে খুব ধিমি আঁচে রান্না করুন।

এবার সস এর জন্য লাগবে:

  • মাশরুম ছোট কিউব ২ কাপ
  • পেঁয়াজ কিউব ২ কাপ
  • গোলমরিচ ফাঁকি ২ চা চামচ
  • সিঙ্গেল ক্রিম ২ টেবল চামচ ( না দিয়েও করতে পারেন )
  • তেল ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো

প্যান-এ তেল দিয়ে তেল গরম হলে দিন পেঁয়াজ কিউব, গোলমরিচ ফাঁকি, মাশরুম কিউব আর ক্রিম। ঝোলটা টেনে আসলে লবণ স্বাদমত দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।

এখন প্লেটে মাংসের পিস্-গুলো সাজিয়ে তার উপর মাশরুম সস দিয়ে সালাদ কিংবা স্টিম ভেজিটেবল দিয়ে পরিবেশন করুন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top