• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


১৮ বছরের কম বয়সীদের ভ্যাকসিন নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ২৩:০৯

ছবি: ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বয়স ২৫ বছরের নিচে এবং ১৮ বছরের নিচে ৪০ শতাংশ মানুষ। এই মূহুর্তে ১৮ বছরের কম বয়সীদের করোনার ভ্যাকসিন লাগবে না। এছাড়া গর্ভবতী নারী ও জটিল রোগে আক্রান্ত রোগীদের ভ্যাকসিন দেওয়া হবে না। এই মুহূর্তে মোট জনসংখ্যার প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষের ভ্যাকসিন প্রয়োজন হবে না।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ‘দুইটি ভ্যাকসিন ল্যাব’ পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান।

তিনি জানান, আমরা প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষকে ভ্যাকসিন দিচ্ছি। প্রথম ধাপে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনের তিন কোটি ভ্যাকসিন দিতে সময় লাগবে ছয় মাস। পরবর্তীসময়ে আমরা কোভ্যাক্সের ভ্যাকসিন পাবো। সেটাও ধাপে ধাপে আসবে। সাড়ে পাঁচ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে প্রায় এক বছরের বেশি সময় লাগবে।

তিনি জানান, বাংলাদেশে করোনার ভ্যাকসিন এলে মোট ১০ ধরনের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন বাহিনীর সদস্যসহ ষাটোর্ধ্বদের বেশি গুরুত্ব দিয়ে ভ্যাকসিন দেওয়া হবে।

‘জেলা হাসপাতালগুলোতে ভ্যাকসিন সংরক্ষণের জন্য নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজিংয়ের ব্যবস্থা করা হয়েছে'। পরিবহনের জন্য কোল্ড বক্স কেনার প্রক্রিয়া চলছে। বাংলাদেশের ওষুধ পরীক্ষা-নিরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের ল্যাব তৈরি হয়েছে। গত মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এর স্বীকৃতি দিয়েছে। এতে বাংলাদেশের ওষুধ শিল্পের মান নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। ’

তিনি জানান, ইতিমধ্যে করোনার নতুন ধরন বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে। সেটা নিয়ন্ত্রণের জন্য আমরা বাংলাদেশে যথাযথ ব্যবস্থা নিয়েছি। করোনা সার্টিফিকেট ছাড়া ইউরোপ ফেরতদের তিনদিনের পরিবর্তে সাতদিনের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে।

এনএফ৭১/এবিআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top