• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, একজনের মৃত্যু

রায়হান রাজীব | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২, ০৪:৩৮

বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন মারা গেছেন।

বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তার নাম মকবুল বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বিকেলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া, এ ঘটনায় ঢামেক হাসপাতালে আরও প্রায় ১০ জন চিকিৎসা নিচ্ছেন।

বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে সরগরম দেশের রাজনীতি। সমাবেশের ভেন্যু নিয়ে আওয়ামী লীগ সরকার ও বিএনপির মধ্যে রাজনৈতিক উত্তাপ ছড়াতে থাকে।

সরকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ার কথা বললেও, বিএনপি নয়াপল্টনে নিজেদের কার্যালয়ের সামনে কিংবা বিকল্প কোনো ভেন্যুতে সমাবেশ করতে চায়। এ নিয়ে পরস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সমাবেশে যোগ দিতে এরইমধ্যে সারাদেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। অনেকে দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিদিন ভিড় করছেন।

নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দেওয়ার দাবিতে স্লোগান দিচ্ছিলেন নেতাকর্মীরা। পরে দুপুরে পুলিশের মুখোমুখি অবস্থানে চলে যায় নেতাকর্মীরা।

ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যা যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পুলিশ সে ব্যবস্থা নিয়েছে। কারণ আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top