• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


১০ ডিসেম্বর! আবারও মুখোমুখি হবে আ.লীগ ও বিএনপি

ফারহানা মির্জা | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৪

ছবি : সংগৃহীত

একদফা দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। গেলো ২৮ অক্টোবরের পর হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেই যাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর সমাবেশ ও মানববন্ধন করতে যাচ্ছে বিএনপি। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিন সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এ কর্মসূচি পালনের মধ্য দিয়ে এক মাস পর আবার মুখোমুখি হতে যাচ্ছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল।

গুম-খুনের শিকার এবং দলটির কারাবন্দি নেতাকর্মীর পরিবারের সদস্যদের নিয়ে ১০ ডিসেম্বর বেলা ১১টায় ‘মায়ের ডাক’ সংগঠনের ব্যানারে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিকেল ৩ টায় এ সমাবেশের আয়োজন করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রলবোমা হামলায় নিহত এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবার যেন দ্রুত বিচার পায় সেই দাবিতে এ সমাবেশ করা হবে।

সবশেষ গেলো ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও আয়ামী লীগ মহাসমাবেশ পালনের ঘোষণা দেয়। তবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা, জ্বালাও-পোড়াও এবং পুলিশ হত্যার ঘটনা ঘটে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর আর দেশের প্রধান বড় এই দুই রাজনৈতিক দল রাজধানীতে সভা-সমাবেশ করেনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top