বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

সারা আলি খান ওরির তির্যক মন্তব্যে সামাজিক মাধ্যমে ভাইরাল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৯:৩২

সংগৃহীত

বলিউড অভিনেত্রী সারা আলি খান ও নেটপ্রভাবী ওরি-র মধ্যে সৃষ্টি হওয়া বিতর্ক এখন নেটদুনিয়ার চর্চার বিষয়। সম্প্রতি ওরি এল্বিশ যাদবের পডকাস্টে সারা, তার মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম আলি খান-কে নিয়ে তির্যক মন্তব্য করেছেন।

পডকাস্টে ওরি বলেন, বিনোদন জগতে সবচেয়ে ‘নির্লজ্জ’ কে, তার উত্তরে তিনি বলেন, “ইব্রাহিম আলি খান সবচেয়ে নির্লজ্জ। ওকেও পডকাস্টে ডাকতে পারেন।” এছাড়াও, সারা আলি খান ও তার পরিবার সম্পর্কেও নেটপ্রভাবী কটাক্ষ করেছেন। এরই প্রেক্ষিতে সারা ও ওরি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন।

ওরি তার সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে “সবচেয়ে খারাপ” কিছু ব্যক্তির উদাহরণ দিয়েছেন, যেখানে অমৃতা সিং, সারা এবং পলক তিওয়ারি-র নাম উল্লেখ ছিল। এই ভিডিও ওরির মন্তব্যই বিতর্কের সূত্রপাত।

সূত্র জানায়, নিউইয়র্কে ওরি ও সারার প্রথম সাক্ষাৎ ও ফোনে যোগাযোগ ভালো বন্ধুত্বের সূচনা করেছিল। কিন্তু সম্প্রতি এই বন্ধুত্ব ভেঙে গেছে।

এই বিতর্ক সামাজিক মাধ্যমে তীব্রভাবে ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা নানা প্রতিক্রিয়া দিচ্ছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top