প্রস্রাবের দুর্গন্ধ? কখন স্বাভাবিক, কখন সতর্ক হওয়া জরুরি জানুন
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৯:৩৩
প্রস্রাব থেকে দুর্গন্ধ বের হওয়া স্বাভাবিক বা সতর্কতার ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত পানিশূন্যতা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই), নির্দিষ্ট খাবার ও ওষুধই প্রস্রাবের গন্ধ পরিবর্তনের প্রধান কারণ। এছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, লিভারের সমস্যা বা গর্ভাবস্থাতেও প্রস্রাবে অস্বাভাবিক গন্ধ দেখা দিতে পারে।
ডা. আদিত্য নায়ক ও ইউরোলজিস্ট ডা. প্রদীপ রাও জানান, পর্যাপ্ত পানি না থাকলে প্রস্রাব ঘনীভূত হয়ে অ্যামোনিয়ার মতো তীব্র গন্ধ বের হয়। সাধারণত দিনে ৪-৮ বার প্রস্রাব করা স্বাভাবিক। এর বেশি বা কম হওয়ার সঙ্গে ব্যথা, জ্বালাপোড়া বা অস্বাভাবিক রঙ থাকলে তা চিকিৎসার প্রয়োজনীয় সংকেত।
খাদ্যাভ্যাসও প্রস্রাবের গন্ধে প্রভাব ফেলে। রসুন, পেঁয়াজ, অ্যাসপারাগাস, অতিরিক্ত কফি বা অ্যালকোহল খেলে গন্ধ তীব্র হতে পারে। এছাড়া ভিটামিন বি-কমপ্লেক্স, কিছু অ্যান্টিবায়োটিক ও ওষুধ গ্রহণ করলেও প্রস্রাবের রঙ ও গন্ধ পরিবর্তিত হতে পারে, যা সাধারণত ক্ষতিকর নয়।
ডায়াবেটিস থাকলে প্রস্রাবে মিষ্টি বা অ্যাসিডিক গন্ধ হতে পারে, যা শরীরে শর্করার অস্বাভাবিক মাত্রার ইঙ্গিত দেয়। এছাড়া কিডনির সমস্যা থাকলেও প্রস্রাবের দুর্গন্ধ হতে পারে। বিশেষ করে যদি ব্যথা, জ্বর, তলপেট বা কোমরের পাশে ব্যথা ও অস্বাভাবিক রঙ দেখা দেয়, তবে তাত্ক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
চিকিৎসকরা সাধারণত প্রস্রাব পরীক্ষা, কালচার, রক্তে শর্করা ও কিডনির কার্যকারিতা পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। সময়মতো চিকিৎসা নেওয়া হলে বড় জটিল রোগ এড়ানো সম্ভব।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।