রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ঘরে ফিরতে শুরু করেছে মানুষ! কমলাপুরে ভিড়

রাশেদ রাসেল | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৪, ১০:৫৪

ছবি: সংগৃহীত

আসছে ঈদুল ফিতর। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যে যেখানেই থাকি না কেন ঈদের সময় যেনো বাড়ি যাওয়া চাই ই চাই।

 ঈদ ঘিরে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। সপ্তাহজুড়ে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার ‘যুদ্ধ’ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন যাত্রীরা। গত ২৫ মার্চ যেসব যাত্রী অগ্রিম টিকিট পেয়েছেন তারাই আজ কমলাপুর থেকে যাচ্ছেন দেশের বিভিন্ন গন্তব্যে।

তবে প্রতিবছর ঈদ যাত্রায় নানা ভোগান্তির অভিযোগ থাকলেও এ বছর যাত্রীদের সেরকম অভিযোগ নেই। নির্ধারিত নিয়মে পেয়েছেন টিকিট আবার নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেনও। দুই একটি ট্রেন কয়েক মিনিট বিলম্ব হলেও সেটাও মানিয়ে নিচ্ছেন যাত্রীরা।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) কমলাপুর রেলস্টেশন ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top