মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

রায়হান রাজীব | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ১৮:৫৩

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে হাসনাত আব্দুল্লাহকে ও সদস্য সচিব করা হয়েছে আরিফ সোহেলকে।

মঙ্গলবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং মুখপাত্র উমামা ফাতেমা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার কখনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে বলে জানান সমন্বয়করা।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top