বৃহঃস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাবো

একই দিনে হবে ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা: ঘোষণা এলো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১৬:৪২

ছবি: সংগৃহীত

২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছিল। কারণ—ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় যুদ্ধবিমান। নিহত হন ৩২ জন, আহত শতাধিক। তাদের অনেকেই ছিলেন শিক্ষার্থী। এই ভয়াবহ ঘটনার পর এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

আজ, সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানালেন—২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা একই দিনে নেওয়া হবে। নতুন তারিখ পরে জানানো হবে বিজ্ঞপ্তির মাধ্যমে।

তবে প্রশ্ন উঠেছে—এই সিদ্ধান্ত নিতে কেন সময় লাগল? প্রথম দিনেই পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলে এত ভোগান্তি হতো না—এমন দাবি তুলে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।

মঙ্গলবার, উত্তাল হয়ে ওঠে সচিবালয়। শিক্ষার্থীরা প্রবেশ করে ভিতরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে পুলিশ ও যৌথবাহিনী। বিক্ষোভের জেরে সরকার বরখাস্ত করে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে। তবে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বললেন— আমার পদত্যাগ চাওয়া হয়েছে ঠিক, কিন্তু নিজে থেকে পদত্যাগ করব না। যদি আমার কর্তৃপক্ষ বলেন, আমি সরে যাবো।

সত্যি বলতে, এই ঘটনা শুধু একটা পরীক্ষা স্থগিত হওয়া নয়। এটি ছিল একটা জরুরি সময়ে দ্রুত সিদ্ধান্ত নিতে না পারার বড় উদাহরণ। শিক্ষার্থীদের জন্য, অভিভাবকদের জন্য—এই ভুলের মাশুল ছিল আতঙ্ক, অনিশ্চয়তা আর নিরাপত্তার অভাব।

এখন প্রশ্ন একটাই—ঘটনার পরে সবাই জবাবদিহি চাইছে। কিন্তু ঘটনার আগে কেউ দায়িত্ব নেয়নি কেন? এখানে ভুল ছিল পরিকল্পনায়, দেরিতে সিদ্ধান্তে আর সবচেয়ে বড় ভুল—যে ভয়াবহতার মুখে পড়লো শিক্ষার্থীরা, তাদের আগে কেউ ভাবেনি সেই ভয়টা নিয়ে। নতুন পরীক্ষার তারিখ ঘোষণা আসবে শিগগিরই। তবে তার আগেই দরকার—দ্রুত, নির্ভুল এবং মানবিক সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top