• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মালদ্বীপে টিকার কাজে নার্স পাঠাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ২৩:১৯

মালদ্বীপে টিকার কাজে নার্স পাঠাবে বাংলাদেশ

মালদ্বীপে করোনাভাইরাসের টিকা কার্যক্রমে অংশ নিতে নার্স পাঠাচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের আগ্রহে জনশক্তি রপ্তানীর অংশ হিসেবে এসব নার্স পাঠানো হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ। বৈঠকে শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি ও বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমির সঙ্গে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউট সমঝোতা স্মারক সই হয়। জনশক্তি রপ্তানি ইস্যুটিতে মালদ্বীপে অবৈধ বাংলাদেশিদের বৈধ করণের বিষয়টি রয়েছে।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে অবস্থান করা বাংলাদেশি কর্মীদের অবদানের কথা তুলে ধরে বলেন, ‘মালদ্বীপে অবদান রাখা ব্যক্তিদের নিয়মিত করার বিষয় নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। আমরা এটা নিয়ে কাজ করব।’

বৈঠকের আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। ব্যবসা বাড়ানো, সরাসরি জাহাজ চলাচল, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলোর জন্য জয়েন্ট কমিশন করব। জনশক্তি রপ্তানি ও দুই দেশের ফরেন সার্ভিসের মধ্যে চুক্তি করব আমরা।’

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ঢাকায় আসবেন বলে জানান আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালদ্বীপের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, দেশটিতে থাকা বিদেশি কর্মীদের ভ্যাকসিন প্রয়োগ করবেন; বাংলাদেশের কর্মীরাও টিকা পাবে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top