দশ নম্বর জার্সিতে এমবাপ্পের জোড়া গোল, রিয়ালের জয়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫, ১৭:২৫

রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য চমক! দশ নম্বর জার্সিতে প্রথম ম্যাচেই জোড়া গোল কিলিয়ান এমবাপ্পের। প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদ অস্ট্রিয়ার ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারায়। প্রথম গোলটি করেন মিলিতাও, চোট কাটিয়ে দীর্ঘদিন পর প্রথম একাদশে ফিরেই। এরপর এমবাপ্পের প্রথম গোল আসে ১৩ মিনিটে, আর্দা গুলেরির নিখুঁত থ্রু পাস ধরে ডান পায়ে কন্ট্রোল করে বাঁ পায়ে দুর্দান্ত শট।
৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে, সহায়তায় ছিলেন অহেলিয়া চুয়ামেনি। এরপর ৮১ মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন রদ্রিগো। পুরো ম্যাচে রিয়াল দখলে রাখে ৭৯% বল, নেয় ২১টি শট, যার মধ্যে ৯টি লক্ষ্যভেদ।
প্রথমার্ধের শেষ দিকে নিরাপত্তা ছাড়িয়ে এক দর্শক এমবাপ্পের সঙ্গে সেলফি নেয়। ফুটবলের আড্ডা কখনো এমন মজারও হতে পারে। ৮৩ মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে, কিন্তু তার পারফরম্যান্স স্পষ্ট বার্তা দিয়েছে – নতুন মৌসুমে রিয়ালের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার। আগামী মঙ্গলবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি শুরু।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।