বাংলাদেশ হবে মৌলবাদমুক্ত, গণতন্ত্র অটুট: তারেক রহমানের বার্তা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৫:৩৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যেন কখনও চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয়। তিনি মনে করিয়ে দিয়েছেন, যে স্বৈরাচার সম্প্রতি দেশের মানুষ বিতাড়িত করেছে, তার পুনর্জাগরণ প্রতিহত করা আমাদের দায়িত্ব।
তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মালিকানার একমাত্র দাবিদার জনগণ। ভোটাধিকার নিশ্চিত করাই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল চাবিকাঠি।
তিনি কবি ও সাহিত্যিকদের প্রতি আহ্বান জানান, লেখার স্বাধীনতা, মতপ্রকাশ ও সমালোচনার অধিকার রক্ষা করতে। দেশকে মৌলবাদ বা চরমপন্থার ছায়া থেকে রক্ষা করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারেক রহমান যোগ করেন, সবার আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, রাজনৈতিক মতাদর্শও ভিন্ন হতে পারে। কিন্তু দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষায় আমাদের একমত হতে হবে। তিনি প্রত্যয় ব্যক্ত করেন—স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।