ডাকসু নির্বাচন: শিবিরের প্রার্থী তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৭:২২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। সহ-সভাপতি পদে রয়েছেন সাদিক কায়েম, যিনি শিবিরের কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। সাধারণ সম্পাদক পদে প্রার্থী এস এম ফরহাদ। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মহিউদ্দিন খান।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসীম, যিনি চলতি জুলাইয়ে চোখ হারান।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ। এছাড়া গবেষণা, ক্যারিয়ার, স্বাস্থ্য ও মানবাধিকার বিষয়ক সম্পাদকসহ আরও ১৩ সদস্য প্যানেলে রয়েছেন। এবার দেখার, শিক্ষার্থীরা কার পক্ষে ভোট দেয়।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।