ডাকসু-জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১২:০৩
                                        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু নির্বাচনে এবার উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসজুড়ে। ২৮টি পদের বিপরীতে ইতোমধ্যেই বিক্রি হয়েছে ৫৬৫টি মনোনয়নপত্র।
প্রথমে ফরম বিতরণ ও জমার শেষ দিন ছিল সোমবার। কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কারণে সময় একদিন করে বাড়ানো হয়েছে। এখন ফরম কেনা যাবে ১৯ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত, আর জমা দেওয়া যাবে ২০ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ডাকসু নির্বাচনে কেবল বৈধ শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। যদি কারও নাম অপরাধীর তালিকায় পাওয়া যায়, তাহলে ভোটের আগেই তার প্রার্থিতা বাতিল করা হবে।
হল সংসদেও ব্যাপক সাড়া মিলেছে। এখন পর্যন্ত ১ হাজার ২২৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শুধু সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, শহীদুল্লাহ হলে ৯৭, আর অমর একুশে হলে ৮৪ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ—জাকসু ও হল সংসদ নির্বাচন। প্রথম দিনে জাকসুর জন্য ৪৭ জন ফরম নিলেও কেউ জমা দেয়নি। তবে হল সংসদের জন্য ৮৬ জন ফরম নিয়েছেন, এবং কয়েকজন ইতিমধ্যেই জমা দিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই চলবে ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত, আর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে ২৯ আগস্ট। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে—অর্থাৎ প্রায় ৩৩ বছর আগে। এবার নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তাই নির্বাচনকে ঘিরে উচ্ছ্বাসে ভরপুর।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।