সরকার দৃঢ়প্রতিজ্ঞ, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১৬:১১
                                        আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অন্তর্বর্তী সরকার পদত্যাগ করবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকারের। আমরা সকল ধাপ নিশ্চিত করছি যাতে ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্পন্ন হয় এবং আমরা চলে যাব।
প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। নির্বাচনের সময় কে কী বলবেন তা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা উচিত।
আইন উপদেষ্টা আরও জানান, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে সুপারিশ এসেছে, তার ভিত্তিতে আগামী দু’মাসের মধ্যে আইন প্রণয়ন কাজ শুরু করা হবে।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।