শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

দেশের ১০ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৮:৩৬

সংগৃহীত

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ১০ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সতর্কবার্তা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য শনিবার রাত ১টা পর্যন্ত জারি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলাগুলোর ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top