ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব সংগঠনের নির্বাচন স্থগিত
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠন তাদের নির্বাচন আয়োজন করতে পারবে না।
ইসির নির্দেশনার আওতায় রয়েছে—পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি এবং ট্রেড ইউনিয়নসহ সব সংগঠনের নির্বাচন। এসব সংগঠনকে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণে নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগাম এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও সংগঠনকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।