পোস্টাল ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানালেন ইসি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৫:৩৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, যারা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তারা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠান। ব্যালট রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফেব্রুয়ারি ১২ তারিখ বিকাল ৪:৩০ টার আগে পৌঁছানো বাধ্যতামূলক, তার পর পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ভোটের জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।