ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা হুমকি বাস্তব ও গুরুতর: ফারুকী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৫:৪৬
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দাবি করেছেন, ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা হুমকি বাস্তব ও গুরুতর। তিনি শুক্রবার (২৩ জানুয়ারি) ফেসবুকে পোস্ট করে বলেছেন, সম্প্রতি ভারতে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের এক মুসলিম ব্যক্তি মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ফারুকী উল্লেখ করেছেন, যখন পাকিস্তান ভারতকে নিরাপত্তাজনিত কারণে খেলায় অংশ নিতে না চায়, তখন আইসিসি তা মেনে নেয়। কিন্তু বাংলাদেশ একই ধরনের নিরাপত্তাজনিত কারণে অনুরোধ করলেও আইসিসি সেই অনুরোধ গ্রহণ করেনি। তিনি আরও বলেছেন, দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণা ও সম্প্রতি মোস্তাফিজকে আইপিএল থেকে সরানোর ঘটনায় ভারতীয় নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
তিনি আইসিসির অভ্যন্তরীণ ও স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের উল্লেখ করে বলেন, মোস্তাফিজ যদি দলে থাকতেন এবং বাংলাদেশের জার্সি পরতেন, তবে ভারত সফর বাংলাদেশের জন্য মধ্যম থেকে উচ্চ ঝুঁকির হিসেবে চিহ্নিত হতো। ফারুকীর মতে, আইসিসি যদি সত্যিই নিজেকে সব সদস্যদেশের প্রতি ন্যায্য ও নিরপেক্ষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিয়ে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া উচিত।
তিনি আরও বলেন, “নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসির।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।