ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদের মুখেও বিএনপি ভাঙতে পারেনি: মির্জা ফখরুল
কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮

বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হলেও এ দলকে কেউ ভাঙতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ দেশে যা কিছু ভালো সব দিয়েছে বিএনপি।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “যাদের কাল জন্ম হয়েছে, যারা ১৯৭১ সালে ভিন্ন অবস্থানে ছিল, তাদের জানা উচিত— বিএনপি ফিনিক্স পাখির মতো। গুম-খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে।”
তিনি আরও বলেন, বিএনপি সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে। একাত্তর সাল আমাদের গর্বের বিষয়। ওয়ান-এলেভেনে নির্যাতন করে যাকে নির্বাসিত করা হয়েছিল, সেই তারেক রহমানই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখাচ্ছেন। এখন তাকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার সময় এসেছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মহাসচিব বলেন, “যে নেতার নামে স্লোগান দেবেন তারই নম্বর মাইনাস হবে। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, সংগ্রামের মাধ্যমেই এ জায়গায় এসেছে।”
তিনি আরও বলেন, আজকের যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।
এ সময় তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রজনতাকে অভিনন্দন জানান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।