এনসিপির নেতা মামুনুর রশিদ ৩ দিন ধরে নিখোঁজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে।
তিনি আরও মন্তব্য করেন, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে সরকারের ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর দ্রুত ও সুষ্ঠু তদন্তের অভাব স্পষ্ট।
হাসনাত আরও বলেন, সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরবতা তাকে গভীরভাবে শঙ্কিত করেছে। এটি নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা তৈরি করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।