শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

জামায়াতের লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো প্রকাশ্যে আসে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।

নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর স্থাপিত হয়েছে কলম, যা দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্তও যুক্ত করা হয়েছে।

নতুন লোগো সামনে আসতেই বিভিন্ন রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্ট ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন, এই পরিবর্তনের মাধ্যমে জামায়াত রাজনীতিতে নতুন বার্তা দিতে চাইছে—তারা সেক্যুলার হওয়ার চেষ্টা করছে এবং পশ্চিমাদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছে।

জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,

‘জামায়াতকে মানুষ ইসলামি দল হিসেবেই চেনে। সেক্ষেত্রে বর্তমান লোগোতে "আল্লাহ" ও "আকিমুদ দ্বীন" শব্দ দুটি না রাখা ভুল হবে। এতে কর্মীরা বিভ্রান্ত হবে, অনেকে হতাশও হবে।’

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে এমন পদক্ষেপ নেওয়া হলে তা উল্টো প্রভাব ফেলতে পারে।

সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া

তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য নুরুল হুদা হাবিব ফেসবুকে লিখেছেন,

‘আগের লোগোটার মধ্যে ঐতিহ্য, ভাবগাম্ভীর্য ও আদর্শ ছিল। কোটি প্রাণের স্পন্দন ছিল সেখানে। নতুন লোগোর ব্যাপারে দ্বিমত ও প্রতিবাদ জানাচ্ছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক এক সদস্য বলেন,

‘লোগো পরিবর্তন রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। কিন্তু কোরআনের আয়াত বাদ দেওয়া তৃণমূল নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য হবে না। এর প্রভাব নির্বাচনে পড়তে পারে।’

জামায়াতের অবস্থান

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন,

‘আমাদের লোগো পরিবর্তন প্রক্রিয়াধীন। আমিরের নির্দেশনায় কয়েকটি ডিজাইন তৈরি করা হয়েছে। যে লোগোটি ছবিতে এসেছে, তা অফিসিয়াল নয়। কয়েক দিনের মধ্যে চূড়ান্ত লোগো প্রকাশ করা হবে।’

তিনি জানান, নির্বাহী পরিষদে লোগো নিয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের পরই নতুন লোগো অফিসিয়ালভাবে ব্যবহৃত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top