শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি: মির্জা ফখরুল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দাদাগিরি নয়, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি নিউইয়র্কে সময় সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করায় ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে ভারত সমর্থন করেছে, যা উভয় দেশের জন্য ক্ষতিকর হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন,

"সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। তারা যদি শুধু বড় দাদা না হয়ে বন্ধু হতে চায়, তাহলেই হবে।"

তিনি আরও জানান, বিএনপি ভারতের পাশাপাশি সব দেশের সাথেই সুসম্পর্ক গড়ে তুলতে চায়। এজন্য আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তবে দেশের স্বার্থ বিকিয়ে কোনো সম্পর্ক স্থাপনে বিএনপি রাজি নয় বলেও স্পষ্ট করে দেন বর্ষীয়ান এ রাজনীতিক।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রতিবেশী দেশের ভূমিকা নিয়েও আলোচনা সরব।

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে গিয়েছিলেন মির্জা ফখরুল। সেখানে তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপির আন্তরিকতার কথা আবারও পরিষ্কার করেছেন।

এখন ভারত কতটা ইতিবাচকভাবে এগিয়ে আসবে, সেদিকেই নজর দুই দেশের মানুষের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top