এনসিপিতে মনোনয়ন
ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা ফরম সংগ্রহ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৩:২৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে সম্ভাব্য প্রার্থীরা সমর্থকদের সঙ্গে মিছিল করে কার্যালয়ে আসছেন।
এমনই একজন মনোনয়নপ্রার্থী হলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিষয়টি সোমবার (১১ নভেম্বর) রাতের দিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন।
সারজিস আলম লিখেছেন, ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মান্ডা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া দলের অন্যান্য শীর্ষ নেতার মনোনয়ন সংগ্রহের তথ্যও জানা গেছে। উল্লেখযোগ্যরা হলেন:
-
কেন্দ্রীয় সংগঠক ও জেলা সমন্বয়ক শওকত আলী, নারায়ণগঞ্জ-৫
-
কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রধান সংগঠক মো. আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া-৩
-
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৮
-
যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, নোয়াখালী-৬ (হাতিয়া)
-
দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-৪ (দেবীদ্বার)
-
উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া, আটোয়ারী)
-
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি ও সাভার উপজেলার অংশ)
-
যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নরসিংদী-২ (সদরের অংশ ও পলাশ)
-
যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)
-
জয়নাল আবেদীন শিশির, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই)
এনসিপির কেন্দ্রীয় কার্যালয় মনোনয়ন ফরম বিতরণের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা সরাসরি আসছেন, যা দলটির সক্রিয় প্রস্তুতি ও আসন্ন নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।