গুলশানে বিএনপি নেতার ওপর হামলায় ছাত্রদল নেতা নিহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৩:৩৪

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় বিএনপির অফিস থেকে বের হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

নিহত ছাত্রদল নেতা হলেন সৌরভ, পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব। তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে গুলশান লেকের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হত্যাকাণ্ডটিকে ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যা’ বলে দাবি করেছেন। তিনি বলেন, “সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।” তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের ভাই সাইফুল ইসলাম জানান, “পুলিশ আমাদের ফোন করে জানায় যে আমার ভাইকে হত্যা করা হয়েছে। তবে সে আমাদের জানিয়েছিল কেন ঢাকায় এসেছে না।”

নিহতের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ জানান, “আমরা থানায় আছি এবং ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

ঘটনার বিষয়ে জানতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top