শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

ঘাটাইলে বিএনপির বিজয় নিশ্চিত করা হবে: এস এম ওবায়দুল হক নাসির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৬:৫২

সংগৃহীত

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির বলেছেন, “গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছি। হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছি, কিন্তু আদর্শ থেকে কখনো সরে যাইনি। দল আমাকে মূল্যায়ন করেছে এবং ঘাটাইলবাসীর ভালোবাসায় আমি কৃতজ্ঞ। ঘাটাইলের জনগণকে নিয়েই বিএনপির বিজয় নিশ্চিত করব।”

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, “আন্দোলন-সংগ্রামের পথে আমাদের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। যারা দলের সিদ্ধান্তের বিরোধিতা করে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তারাই আসলে ফ্যাসিস্টদের সহযোগী।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top