গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খাঁনের পদত্যাগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দলের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি জানান, ব্যক্তিগত কারণে রাশেদ খাঁন দলটির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়ে দলের সভাপতি নুরুল হক নূরের কাছে দেওয়া এক চিঠিতে রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ সময় রাজপথের সহযোদ্ধা হিসেবে একসঙ্গে আন্দোলন ও রাজনীতি করেছেন তারা। এ পথচলায় তার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের বিষয়ে সভাপতির সম্মতি পাওয়ায় তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দল ও দলের নেতাকর্মীদের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা জানান রাশেদ খাঁন।
এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
গণঅধিকার পরিষদের একাধিক নেতা জানান, যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দেয়। তবে ওই আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করলে জয় পাওয়া অনিশ্চিত হওয়ায় তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। জয় নিশ্চিত করার লক্ষ্যেই তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।