শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

হাদি হত্যার বিচারে অনড় ইনকিলাব মঞ্চ: আবারও শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩

সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় আবারও উত্তাল! বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করে ফিরে যাওয়ার পরপরই আবারও শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তারেক রহমানের আসা উপলক্ষে সাময়িকভাবে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু বেলা সাড়ে ১২টার দিকে তারেক রহমান চলে যেতেই ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা আবারও শাহবাগ মোড়ে ফিরে আসেন। গতকাল শুক্রবার জুমার পর থেকে শুরু হওয়া এই অবরোধ রাতভর অবস্থানের পরও আজ সমান তালে চলছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে এই অনড় অবস্থান। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত খুনিরা ধরা না পড়ছে, ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। শাহবাগ মোড়ে এখন হাদি হত্যার বিচারের দাবিতে তীব্র স্লোগান চলছে, যার ফলে রাজধানীর প্রধান এই মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top