মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটি জরুরি সভায় তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:৩১

সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটি জরুরি সভা ডেকেছে। সভায় অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন।

আজ সকালে খালেদা জিয়ার অন্তিম সময়ে তার পাশে ছিলেন তারেক রহমান। এরপর তিনি চলে যান গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে এবং তার পর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান।

রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমানের গাড়ি কার্যালয়ে প্রবেশ করে। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও সভায় অংশ নিতে আগেই উপস্থিত হয়েছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ইতোমধ্যেই বিএনপি ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলের বিস্তারিত কর্মসূচি এই স্থায়ী কমিটির জরুরি বৈঠকে চূড়ান্ত করা হবে। সভাকে সামনে রেখে গুলশানের কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের ভিড়ও লক্ষ্য করা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top