শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

ঋণ খেলাপির কারণে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৩:২৯

সংগৃহীত

ঋণ খেলাপি হওয়ায় ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক জানান, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট অনুযায়ী আব্দুল হক বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ঋণ খেলাপি। এছাড়া তিনি ইনকাম ট্যাক্স রিটার্ন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও প্রস্তাবকারী ও সমর্থক কর্মকর্তাদের তথ্য জমা দেননি। তবে আপিল করার সুযোগ রয়েছে।

ঢাকা-২ আসনে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আব্দুল হক ছাড়া বাকি দুজন হলেন— বিএনপির আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। এদের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top