রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

বিএনপি প্রার্থী শামা ওবায়েদ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৩:৩৮

সংগৃহীত

ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

শামা ওবায়েদের নির্বাচনী হলফনামা অনুযায়ী, তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে পরিচয় দিয়েছেন। তিনি অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাভোসিল্ক সলিউশনের চেয়ারম্যান এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের (আইজিসিএফ) জেনারেল সেক্রেটারি।

হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা। এর মধ্যে অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংক ও বিনিয়োগ থেকে ৪৬ হাজার ৪০৪ টাকা, চাকরি থেকে ৭ লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকা এবং সম্মানি ভাতা ৯৬ হাজার টাকা।

অস্থাবর সম্পত্তি হিসেবে তিনি ৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকার সম্পদ দেখিয়েছেন, যা বর্তমানে আনুমানিক ৪ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকার। স্থাবর সম্পত্তি ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকার, যা বর্তমানে আনুমানিক ৯ কোটি টাকার। তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ৪৫০ শতাংশ জমির কোনো মূল্য উল্লেখ করা হয়নি।

গত ২০১৮ সালের সঙ্গে তুলনা করলে দেখা যায়, শামা ওবায়েদের আয় কমেছে, অস্থাবর সম্পত্তি বেড়েছে, এবং স্থাবর সম্পত্তি সামান্য কমেছে।

তিনি যুগান্তরকে বলেছেন, “আগে দ্বৈত নাগরিকত্ব নিয়ে তেমন বাধ্যবাধকতা ছিল না। পরে আমি নাগরিকত্ব বাতিল করে নির্বাচন করেছি। এবারে স্টেট ডিপার্টমেন্ট থেকে নোটিশ আসার পর আমার নাগরিকত্ব বাতিল করেছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top