ঢাকার বাইরে প্রথম সফরে তারেক রহমান, ৯ জেলায় চার দিনের কর্মসূচি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৭:৪৯
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এই প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চার দিনের এই সফরে তিনি টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলের মোট ৯টি জেলা পরিদর্শন করবেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, সফরটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এ কারণে এতে নির্বাচনী আচরণবিধির কোনো লঙ্ঘন হবে না বলেও দাবি করেছে দলটি।
যেসব জেলায় তারেক রহমান সফর করবেন, সেগুলো হলো— টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। সফর উপলক্ষে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে তারেক রহমান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গত বছরের জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরসূচি
দলীয় সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি সকাল ৯টায় গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১টায় তিনি সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ৩টায় যমুনার পশ্চিম পাড় হয়ে সিরাজগঞ্জে যাত্রাবিরতি নেবেন। সেখান থেকে রাতে বগুড়ায় পৌঁছে শহরের আলতাফুন্নেসা বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে রাত যাপন করবেন।
১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া থেকে রওনা হয়ে বেলা ২টায় রংপুরের পীরগঞ্জে পৌঁছে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে তিনি দিনাজপুর যাবেন। সেখানে নিজের নানি মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত, আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া এবং জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারতের কথা রয়েছে। রাত ১১টায় দিনাজপুর থেকে রওনা হয়ে রাত ১টায় ঠাকুরগাঁও পৌঁছে সেখানে রাত যাপন করবেন।
১৩ জানুয়ারি সকাল ১০টায় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়ে দুপুর দেড়টায় পৌঁছে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। বিকাল ৪টায় নীলফামারীতে এবং সন্ধ্যা ৭টায় লালমনিরহাটে একই কর্মসূচি পালন করবেন। পরে রাত ১টায় রংপুর ফিরে রাত যাপন করবেন।
সফরের শেষ দিন ১৪ জানুয়ারি সকাল ১০টায় রংপুর থেকে রওনা হয়ে বগুড়ার গাবতলীতে নিজ নির্বাচনী এলাকায় যাবেন তারেক রহমান। সেখান থেকে মহাস্থানগড় হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। রাত ২টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপি নেতারা বলছেন, এই সফরের মধ্য দিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের যোগাযোগ আরও জোরদার হবে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দলীয় ঐক্য নতুনভাবে দৃঢ় হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।