বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

গোপালগঞ্জের মুকসুদপুরে ৫০ আওয়ামী লীগ নেতাকর্মী পদত্যাগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৮:১২

সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে মুকসুদপুরের মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়নে এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

মাহারাজপুর ও ভাবড়াশুর ইউনিয়নের ১৭ জন, বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩২ জন পদাধিকারী লিখিত বক্তব্যে জানিয়েছে, তারা মঙ্গলবার থেকে সব প্রকার দলীয় পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন এবং আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না।

পদত্যাগীরা লিখিত বক্তব্যে জানিয়েছেন, তারা আজ থেকে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top