জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৭:৫৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিন সদস্যের ইইউ প্রতিনিধিদলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের দক্ষিণ এশিয়া বিভাগের উপপ্রধান মনিকা বাইলাইতে।
বৈঠকে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ডা. তাহের জানান, আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো এবং রোহিঙ্গা সংকট নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। বিগত ৫৫ বছরে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তা উত্তরণে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হয়, তাহলে সংকট দূর হবে না; বরং তা আরও গভীর হবে। সাম্প্রতিক সময়ে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ আগামী নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. তাহেরের মতে, অতীতের মতো কোনো পাতানো নির্বাচন অনুষ্ঠিত হলে তা দেশকে গভীর সংকট ও ধ্বংসের দিকে নিয়ে যাবে।
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।