এনসিপি ও চরমোনাই নেতাকর্মীদের বিএনপিতে যোগদান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৮:৩৬
গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরশহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসার অডিটরিয়ামে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন।
জাতীয় নাগরিক পার্টি থেকে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে আছেন: জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম ও শফিকুল ইসলাম। এছাড়া জাতীয় যুবশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সাদিকুর রহমান, রাসেল মোড়ল, হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে শ্রীপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ অন্যান্য নেতাকর্মীরা যোগ দিয়েছেন।
যোগদানে উপস্থিত ছিলেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সদস্য মাহফুল হাসান হান্নান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, অ্যাডভোকেট আহসান কবির, ছাত্রদল ও কৃষকদলের নেতারা।
এই যোগদানের মাধ্যমে শ্রীপুরে বিএনপির রাজনৈতিক শক্তি আরও দৃঢ় হওয়ার আশা প্রকাশ করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।