শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

অস্বস্তিতে জামায়াত-এনসিপি, সবাই ছুটছে একদিকে

মহানগর ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১০:৩১

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি তীব্র রকমের উত্তপ্ত। বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন এবং বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এই বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছেন। তবে এর ফলে জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।


দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ সংকট অব্যাহত। জ্বালানি বিভাগ ও এলপিজি অপারেটরের বৈঠকের পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মূল্য সমন্বয় ও ‘হয়রানি-জরিমানা’ বন্ধের দাবিতে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড দেশের সব সিলিন্ডার বিক্রি এবং উত্তোলন বন্ধের ঘোষণা দিয়েছে।

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর মধ্যে ৫০১ জনই কোটিপতি। মোট বৈধ প্রার্থীর ২৭.১৯ শতাংশের সম্পদ এক কোটি টাকার বেশি। ৭ জনের সম্পদ শতকোটি টাকার ওপরে। সর্বোচ্চ কোটিপতি প্রার্থী বিএনপির। তালিকায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, জাতীয় পার্টি, অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।

যুক্তরাষ্ট্রে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতি ১০০ ডলারে অতিরিক্ত ১ ডলার কর আরোপ করা হয়েছে। বাংলাদেশসহ ৩৮ দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে ১৫,০০০ ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত বাধ্যতামূলক হয়েছে। এছাড়া তিনটি নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কূটনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা এটিকে নতুন চাপ হিসেবে দেখছেন।


নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মাঠে নামতে যাচ্ছে। তবে পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যানবাহনসংকট। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে আগুনে পুড়ে ও ধ্বংসপ্রাপ্ত ১,০৫৯টি যানবাহন এখনো প্রতিস্থাপন হয়নি। বর্তমানে চার হাজারের বেশি যানবাহনের ঘাটতি রয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top