রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চায় না বিএনপি: তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৬:৪৭

তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতিকে সঠিক পথে পরিচালনার আশ্বাস দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমরা আর ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনো কারণ নেই।”

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আমাদের সমস্যা ছিল, এখনো আছে। কিন্তু তাই বলে আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না।”

মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিরোধে রূপ না নেয়। আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি কী পরিণতি ডেকে আনতে পারে, তা দেশের মানুষ ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে।”

নতুন প্রজন্মের প্রত্যাশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “নতুন প্রজন্ম আশার আলো দেখতে চায়। আমরা জাতিকে সঠিক দিকনির্দেশনায় এগিয়ে নিতে পারব।”

এ সময় জনগণের ভোটে ক্ষমতায় এলে সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন বলেও জানান বিএনপি চেয়ারম্যান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top