রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্রে শাবনূর–শাহনূরের আবেগঘন পুনর্মিলন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৭:৪০

সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও জন্মদিন উপলক্ষে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ১৭ ডিসেম্বর নিজের জন্মদিনে সেখানে তিনি সময় কাটান চিত্রনায়ক অমিত হাসান, তার স্ত্রী লাবনী ও অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে।

এদিকে যুক্তরাষ্ট্রে একটি ঘরোয়া অনুষ্ঠানে দীর্ঘদিন পর শাবনূরের সঙ্গে দেখা হয় একসময়ের দর্শকপ্রিয় নায়িকা শাহনূরের। দেশের বাইরে কয়েক বছর পর প্রিয় সহশিল্পীর সঙ্গে দেখা হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহনূর। পুনর্মিলনের মুহূর্তে দুজনই পুরোনো স্মৃতিতে ফিরে যান।

শাবনূরের সঙ্গে কাজ ও এই পুনর্মিলন নিয়ে শাহনূর বলেন,

“বেশ কয়েক বছর পর শাবনূরের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে। আমরা অনেকটা সময় গল্পে গল্পে পুরোনো দিনে ফিরে গিয়েছিলাম। তিনি যেমন একজন গুণী অভিনেত্রী, তেমনি একজন ভালো মানুষ।”

উল্লেখ্য, ‘স্বপ্নের বাসর’, ‘নয়ন ভরা জল’, ‘মন ছুঁয়েছে মন’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন শাহনূর। নব্বইয়ের দশকের এই জনপ্রিয় জুটি একসময় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

শাবনূর এখনো যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। এরই মধ্যে দুদিন আগে অনুষ্ঠিত ওই ঘরোয়া আয়োজনে দীর্ঘদিন পর দুই প্রিয় অভিনেত্রীর এই সাক্ষাৎ সামাজিক মাধ্যমে ও ভক্তদের মাঝেও আলোচনার জন্ম দিয়েছে। দেশের বাইরে থেকেও সহশিল্পীদের এই আন্তরিক পুনর্মিলন ভক্তদের মনে ফিরিয়ে এনেছে বাংলা সিনেমার সোনালি দিনের স্মৃতি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top