রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি:তাহসান খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৮:৩৭

সংগৃহীত

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান কয়েক মাস আগে হঠাৎ ঘোষণা করেছিলেন তার বিয়ের খবর। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। তবে সুখবর দীর্ঘস্থায়ী হয়নি।

 গনমাধ্যমের সঙ্গে একান্ত আলাপে তাহসান খান জানান, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’ তিনি জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে আগ্রহী ছিলেন না, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবরের কারণে বিষয়টি জানানোর প্রয়োজন অনুভব করেছেন।

তাহসান ও রোজার সম্পর্ক মাত্র চার মাসের পরিচয়ের পর ২০২৫ সালের ৪ জানুয়ারি বিয়ে হয়েছিল। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপে দক্ষতা অর্জন করেছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

এটি তাহসানের দ্বিতীয় বিয়ে। ২০০৬ সালের ৩ আগস্ট তিনি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১১ বছরের সেই সম্পর্ক ২০১৭ সালে শেষ হয়, যদিও তারা দুই বছর আগে থেকে আলাদা থাকছিলেন। তাহসানের প্রথম বিবাহ থেকে এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top